প্রকাশিত: Sat, Jul 15, 2023 10:44 PM
আপডেট: Sun, May 11, 2025 4:47 PM

[১]চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

মুরাদ হাসান: [২]  এরমধ্যে দুই জেলায় নিহত হয়েছেন ৭ জন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের বরাতে প্রতিনিধিদের পাঠানো তথ্যÑ

[৩] বরিশাল প্রতিনিধি শাহ জালাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ৭ জন। শনিবার বরিশাল বিমানবন্দর থানাধীন ছয় মাইল মল্লিক বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রাজমাতা কলসগ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক, এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩ নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উত্তর রহমতপুর এলাকার সিনবাদ।

[৫] বগুড়ার আদমদীঘিতে মহাসড়কে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্টভর্তি একটি ট্রাকের পেছনে ফার্নিচারবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন বলে তথ্য পাঠিয়েছেন উপজেলা প্রতিনিধি মমতাজুর রহমান।  শনিবার ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

[৬] নিহতরা হলেন ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীর চর গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া, একই এলাকার জামাল উদ্দীনের ছেলে ও চালকের সহকারী সাইফুল ইসলাম, নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম এবং ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক ।

[৭] আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ট্রাক দুটি দুমড়েমুচড়ে গেছে। সম্পাদনা: তারিক আল বান্না